স্বল্প শিক্ষিত ব্যক্তি সভাপতি, প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

৩০ মার্চ ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্বল্প শিক্ষিত এক ব্যক্তিকে সভাপতি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ অভিভাবকরা। মঙ্গলবার (৩০ মার্চ) বিদ্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। বিদ্যালয়ের স্বার্থে অবিলম্বে এই স্বল্প শিক্ষিত সভাপতিকে অপসরাণ করে যোগ্য কোনও ব্যক্তিকে সভাপতি করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সম্প্রতি পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ টিপুকে সভাপতি করা হয় এই বিদ্যালয়ে। রাজনৈতিক কারনে দীর্ঘদিন দায়িত্বে থাকা সভাপতিকে বাদ দিয়ে স্বল্প শিক্ষিত আব্দুল্লাহ টিপুকে সভাপতি করা হয়েছে বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, এর আগে তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যুদ্ধকালিন কমান্ডার, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন। বিক্ষোভকারীরা জাহিদ হোসেন জাফরকেই সভাপতি হিসেবে দেখতে চাইছেন।

এসএম/এমকে

 


মন্তব্য
জেলার খবর