চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫

 

চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সঙ্গে এটাও বলেছেন, সরকারের সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে,  দাম কমেছে অনেক পণ্যের।

বুধবার (১৯ মার্চ) রাজধানী ঢাকায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত  এক সেমিনারে কথা বলেন। চালের দাম বৃদ্ধির জন্য সরবরাহ ব্যবস্থাকে দায়ী করেন বাণিজ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, নিয়ে কথা বলবো খাদ্য উপদেষ্টার সঙ্গে।  কথা হবে সরবরাহ ব্যবস্থা নিয়ে। চালের বাজার সহজীকরণের (দাম কমানোর) চেষ্টা করা হবে।

ব্যবসা-বাণিজ্যের বিষয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন,   ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এ জন্য পণ্যের বৈচিত্র্যকরণ আনতে হবে আমাদের। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে এক হয়ে কাজ করতে হবে।

বিডি২৪অনলাইন/ই/এমকে



মন্তব্য
জেলার খবর