পাঁচ ধরণের এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। গুরুত্বপূর্ণ এসব এজেন্ডা মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের বিষয়টিও রয়েছে।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২০ মার্চ) এ বৈঠক হবে। নির্বাচন সহায়তা শাখা থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সভাপতিত্ব করবেন।
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে এগুচ্ছে ইসি। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।
সভা সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ; রাজনৈতিক দলের নিবন্ধন; নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন; ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ও নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম
ইসি কর্মকর্তারা জানিয়েছে, সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত আইন সংশোধনের পরই কার্যক্রমে হাত দেবে ইসি। আইন সংশোধন জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
কমিশন সিদ্ধান্ত নিয়েছে- ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ হবে৷ ইতোমধ্যে ৬৪ জেলা থেকে চারশ'র মতো আবেদন এসেছে এ বিষয়ে। এসব আবেদনের মধ্যে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান বলেও জানান কর্মকর্তারা।
ওদিকে পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের বিষয়টি বিবেচনায় রেখেছে ইসি। এ ক্ষেত্রে মূল্যায়নে না টিকলে বাতিল হতে পারে অনেক পর্যবেক্ষকের নিবন্ধন। এছাড়া ভোটকেন্দ্রের নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি সংশেধনের কথা ভাবছে সাংবিধানিক এ প্রতিষ্ঠান।
বিডি২৪অনলাইন/এন/এমকে