এবার ঈদে সরকারি ছুটি ৯ দিন

নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৫

এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা দিনের ছুটিতে যাচ্ছে সরকারি সব অফিস। এ ছুটির মধ্যে পবিত্র কদরের ছুটি এবং সাপ্তাহিক ছুটি রয়েছে। ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এ সুযোগ মিলেছে সরকারি চাকুরেদের।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়।  বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে   অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান,  এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে  নির্বাহী আদেশে এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে দেশে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়। ঈদের আগের দুই দিন ২৯ ৩০ মার্চ (শনি রোববার) এবং ঈদের পরের দুই দিন এপ্রিল (মঙ্গলবার বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।  তার আগে ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে



মন্তব্য
জেলার খবর