ফিলিস্তিনে গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
২১ মার্চ ২০২৫


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা, নির্মম গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলমানদের উপরে হামলা, বুলডোজার দিয়ে মসজিদ বাড়িঘর ভেঙে ফেলার  প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পরে ইসলামী ছাত্রশিবির ঈমান আক্বীদা রক্ষা কমিটিসহ বেশ কয়েকটি ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল হয়। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে যায়।সেখানে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখার সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার রহমান প্রমূখ।

গাজায় ইসরায়েলের হামলা নির্মম গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বর্বর ইহুদি রাস্ট্র ইসরাইল ছোট্ট শিশু থেকে বয়স্ক মানুষ সবাইকে নির্মমভাবে হত্যা করছে। গত কয়েকদিনে নিরীহ ফিলিস্তিনিকে গণহত্যা করা হয়েছে। বিশ্ব মুসলিমকে জেগে উঠতে হবে।চুপ থাকার সময় শেষ।অচিরেই আল্লাহর জমিন ফিলিস্তিনে স্বাধীন পতাকা উড়বে।এদিকে ভারতের নাগপুরে মুসলমানদের উপর হামলা, বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে  ফেলা,মুসলমানদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। মুসলমানের আজ সেখানে অসহায়। অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চুপ হয়ে আছে।আর যদি কোন মুসলমানের উপরে হামলা করা হয় তাহলে বাংলাদেশের মুসলমানেরা চুপ থাকবে না।

 

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর