পরকীয়ায় প্রাণ গেল গৃহবধূর, দেবর-শ্বাশুড়ী আটক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২১ মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনতা রানী (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় দেবর শ্বাশুড়ীকে আটক করা হয়েছে।

গৃহবধুর পরিবারের অভিযোগ, মেয়েকে হত্যা পর  ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে তার দেবর শ্বশুড়রবাড়ীর লোকজন। ওদিকে প্রায় এক বছর ধরে অভিযুক্ত দেবরে সাথে বিনতা রানীর পরকীয়া সম্পর্ক ছিল । এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের গনেশপাড়া গ্রাম থেকে বিনতা রানীর  লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের বুধুরাম পালের মেয়ে সবুজ চন্দ্রের স্ত্রী বছরের পুষ্পা নামে এক কন্যা সন্তান রয়েছে তার।

 

আটকদের নাম সুমন চন্দ্র (২৩) তার মা বাসন্তী রানী। গৃহবধুর পরিবার পুলিশ জানায়, বছর হলো  উপজেলার ধনতলা ইউনিয়নের গনেশপাড়া গ্রামের সবুজ চন্দ্রের সাথে বিয়ে হয় বিনতা রানীর। দুই বছর পর কন্যা সন্তান জন্মের পর  জীবিকা নির্বাহের জন্য ঢাকায় যাতায়াত শুরু হয় গৃহবধুর স্বামীর। গোপনে বছর হলো আরেকটি বিয়ে করেন গৃহবধুর স্বামী সবুজ চন্দ্র। এরপর থেকে বাড়ীতে আসা বন্ধ করে দেয় গৃহবধুর স্বামী।

এদিকে প্রায় এক বছর ধরে দেবর সুমনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন গৃহবধু বিনতা রানী। মাসের অন্তস্বত্তাও হয়ে পড়েন তিনি। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার দুই পরিবারের মধ্য বৈঠক হয়। বৈঠকে স্বামীকে তালাক দিয়ে দেবরের সাথে বিয়ে দেওয়ার চাপ দেন। এটা সিদ্ধান্তের জন্য এক সপ্তাহ সময় নেয় গৃহবধুর শ্বশুড়বাড়ীর লোকজন।

গৃহবধুর বাবা বুধুরাম জানান, সকালে মেয়ে ফোন করে খুব কান্নাকাটি করছিল। মোবাইলে শান্তনা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ঘন্টা খানেক পরে শুনতে পেলাম মেয়ে আর নেই। ছুটে গিয়ে দেখি মেয়ের মরদেহ বারান্দায় পড়ে আছে। মেয়েটা অনেক কষ্ট করেও সংসার করতে চাইছিল। পরিবারটি শেষ করে দিলো মেয়েটাকে।

পরেশ চন্দ্রের অভিযোগ করে জানান, আমার বোনকে কৌশলে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল দেবর সুমন তার পরিবারের লোকজন। আমরা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ নামিয়ে নেয় বারান্দায়। আমার বোনের পেটের বাচ্চা নষ্টের চেষ্টা করেছিল পরিবারটি। ব্যর্থ হয়ে মেরেই ফেলে। আমি দেবর-স্বামী-শ্বাশুড়ী সহ জড়িতদের বিচার দাবি করছি।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, গৃহবধুর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পরকীয়া প্রেমিক দেবর শ্বাশুড়ীকে আটক করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে



মন্তব্য
জেলার খবর