দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় এ উৎসবকে ঘিরে বাড়ছে কেনাকাটা। পরিবার-পরিজনের বাড়তি খরচ বিবেচনায় দেশে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলমান এ ধারা অব্যাহত থাকলে মাসের শেষে নতুন রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসের ১৯ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেশি। এ ১৯ দিনে আসা রেমিট্যান্স ডলারকে দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার (প্রতি ডলার সমান ১২৩ টাকা) ধরলে টাকার অঙ্ক দাঁড়ায় ২২ হাজার ৭০০ কোটি টাকা। গত বছর মার্চ মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ডলার।
এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসের ১৯ তারিখ পর্যন্ত দুই হাজার ৭৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ অঙ্ক আগের অর্থবছরের একই সময়েরে তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। আগের অর্থবছরে এ সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৩৪ কোটি মার্কিন ডলার।
প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এরপর থেকেই ধারাবাহিকভাবে প্রতিমাসে দুইশ’ কোটির বেশি ডলার রেমিট্যান্স আসছে। দ্বিতীয় মাস আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এরপর সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১৯ কোটি এবং দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা। সে হিসাবে অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর টানা ৭ মাস দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে দেশে।
বিডি২৪অনলাইন/ই/এমকে