দেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দিল্লির আধিপত্যবাদের কালো থাবা কোনো কোনো রাজনৈতিক নেতার ওপর ভর করছে। তাই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুর দিচ্ছেন ওইসব নেতারা।
রোববার (২৩ মার্চ) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে এ সব কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্র্বতীকালীন সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি ষড়যন্ত্র চলছে ইসলামী শক্তিকে আলাদা করারও।
কুরআনের আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। বলেন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন না থাকলে ব্যক্তি জীবনে আল্লাহর আইন মানা সম্ভব নয়। এ জন্য আগামী দিনের রাষ্ট্র কাঠামো হোক ইসলামের, পবিত্র কুরআনের এমন প্রত্যাশা করি। এ জন্য রাষ্ট্রের প্রতিটি স্তরে আল কুরআনের বিধান কায়েমের জন্য মাহে রমযানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে