এতোদিন আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণে সিআইবি রিপোর্ট প্রয়োজন না হলেও এখন থেকে যে কোনো পরিমাণ কৃষি ঋণ অনুমোদন বা ঋণের মেয়াদ বাড়াতে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট যাচাই করতে হবে।
রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সিআইবি রিপোর্ট যাচাই ছাড়া ঋণ প্রদান করায় ওই গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও ব্যাংকের পক্ষে সেটা জানা সম্ভব হচ্ছে না। এতে খেলাপি ঋণ বাড়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
ওদিকে বর্তমানে সিআইবি রিপোর্ট সংগ্রহ করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে ব্যাংকগুলো। তাই এখন থেকে কৃষি ও পল্লী ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে যে কোনো পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। তবে চলতি অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বিডি২৪অনলাইন/এনএম/এমকে