মানুষকে বোঝাতে হবে আইন ভাঙলে শাস্তি হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫

যে কোনো আইনের মূল লক্ষ্য হচ্ছে একটা প্রভাব তৈরি করা যেন মানুষ বুঝতে পারে- আইন লঙ্ঘন করলেই শাস্তির সম্মুখীন হতে হবে।  পবিত্র ঈদুল ফিতর- উদযাপন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী। তিনি বলেন, সড়কে কেউ উল্টো পথে গাড়ি চালালে কিংবা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোমবার (২৪ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভা হয়। সভায় ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী সভাপতিত্ব করেন।

ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি হতে হবে।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিরা, নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি২৪অনলাইন/ডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর