জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন- ভোট দিয়ে পাঁচ বছর আপনার রক্ত চুষে খাবে, এ সুযোগ কোন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী- কাউকে আর দেওয়া যাবে না। সোমবার (২৪ মার্চ) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় এ কথা করেন।
এর আগে ঢাকা থেকে তিনি উড়োজাহাজে সৈয়দপুর বিমান বন্দরে আসেন সারজিস। সেখান থেকে মাইক্রোবাসে পঞ্চগড়ে রওনা হয়। দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে স্বাগত জানায় তাকে। দেবীগঞ্জ বিজয় চত্তরে পথসভায় বক্তব্য দিয়ে বোদা উপজেলায় রওনা হন এ সমন্বয়ক।
সারজিস আলম বলেন, সাধারণ মানুষের কাছে লুটপাট করবে- তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আপনারা একটা জিনিস মনে রাখেন, একদিন যদি আপনি তার কাছে কিছু নেন বাকি পাঁচ বছর সে আপনার রক্ত চুষে খাবে।
এখানে দলের নাম দেখে কিংবা কোন মার্কা দেখে, কেউ আর ভোট দিবেন না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজে মিল কেমন- এই জিনিসগুলো দেখে আগামী বাংলাদেশের মানুষ বিভিন্ন মার্কায় ভোট দিবেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশের বিগত বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি। অনেক ধরনের সরকার প্রধান দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত দেড় থেকে দুই হাজার প্রাণ কেড়ে নিয়ে ছাত্র-জনতার অদ্ভুতথানে দেশ ছেড়ে পালিয়েছে। এরপর তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এসেছে। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় কাজ শুরু করেছি। আমরা কাজ করে দেখাতে চাই। সেই কাজের সুযোগটি আমরা আপনাদের কাছে চাই।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে