মন্তব্য
বর্তমানে ব্যাংকগুলোকে রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বলেছেন, সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে যাচ্ছে। আর ব্যাংক রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে।
সোমবার (২৪ মার্চ) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রাদন কমে যাওয়ায় প্রবাসী আয় বেড়েছে। টাকা পাচার কমেছে, সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না। কারণ ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে। ১ বছরের পরিকল্পনায় সেটা হবে না।
বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না মন্তব্য করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। বলেন, এতো কিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে। জিনিসপত্রের দামও কমেছে।
বিডি২৪অনলাইন/এনই/এমকে