দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫

স্বার্থান্বেষী মহল দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরে আনার অপতৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেছেন, এমন অবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ সতর্ক থাকতে হবে। শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের।

সোমবার (২৪ মার্চ) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, গত জুলাইয়ের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে দেশ নতুন করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে  মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে দেশের মানুষ। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে।  কিন্তু পতিত সরকারের দোসররা এবং দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল বিদেশি আধিপত্যবাদী শক্তির সহায়তায় ছাত্র-জনতার গণআন্দোলনকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর