ধামইরহাটে ভিজিএফের চাল বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫

নওগাঁর ধামইরহাটে পৌরসভা আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন কার্ডধারী নারী পুরুষদের মাঝে ভিজিএফের ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি করে বিনামূল্যে   চাল পেয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) পৌরসভার উদ্যোগে ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সর্দার।

সুবিধাভোগীদের একজন পৌরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হক। তিনি বলেন, "ইদানিং ভ্যান চালিয়ে খুব একটা রোজগার করতে পারি না। অর্থনৈতিক সঙ্কটের কারণে ঈদ রেখে পরিবারের কেনাকাটাও তেমন করতে পারেনি। এই অভাবের সংসারে পৌরসভা থেকে ১০ কেজি চাল পেয়ে স্ত্রীর সন্তানদের নিয়ে পেট পুরে ভাত খেতে পারব।"

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী অফিসার সজল কুমার মন্ডল, ধামইরহাট পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ট্যাগ অফিসার কাজল কুমার সরকার, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে



মন্তব্য
জেলার খবর