অনাকাঙ্খিত ঘটনার জন্য নাটোরের গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চেয়েছেন পৌরসভাটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার(২৫ মার্চ) পৌরসভা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ক্ষমা প্রার্থনা করেন তারা। মূলত ক্ষমা চাওয়ার জন্যই এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
জানা যায়, ২ বছর ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ২৬ ফেব্রুয়ারি পৌরসভার সামনে আন্দোলন করেন গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের সময় নিয়ম ভেঙে তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় পৌর প্রশাসকের বিরুদ্ধে নানা অ-শালীন শ্লোগানও দেয়া হয়। এ ঘটনায় ৫ জন কর্মকর্তা কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয় পৌর প্রশাসন। ওই ঘটনায় কর্মকর্তা-কর্মচারীরা অনুতপ্ত হয়ে সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য দেন- মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম। আন্দোলনের সময় অনাকাঙ্খিত ঘটনার ভুল বুঝতে পেরে পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তারা।
গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন- শুনেছি পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন। কর্মচারীদের বিধিমালা ভঙ্গের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা সত্যি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে থাকলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করা হবে।
উল্লেখ্য-৮ জানুয়ারী গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। এরমধ্যে ৭ মাসের বেতনও পরিশোধ করেছেন তিনি।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে