দেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি- প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫

একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য থাকলেও  স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,  দীর্ঘদিন এ দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র গুম-খুনের রাজত্ব চালিয়ে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে দেশে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে  এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা মহান স্বাধীনতা যুদ্ধে সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের আত্মত্যাগের কারণে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমরা। সুযোগ কোনোক্রমেই বৃথা যেতে দেব না আমরা। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের স্মরণ ও তাদের অবদানের কথা তুলে ধরেন প্রফেসর ইউনূস।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে



মন্তব্য
জেলার খবর