ঈদের পরপরই তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২৫

বর্তমানে দেশে দিনে চৈত্র মাস আর রাতে পৌষ মাসের আবহাওয়া বিরাজ করছে।  আবহাওয়ার এরূপ স্বাস্থ্যের জন্য ভয়াবহ। এদিকে পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়ার পরিস্থিতির কথা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমকে জানিয়েছে  বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। চাঁদ দেখা সাপেক্ষ চলতি মাসের শেষ দিনে বা এপ্রিলের প্রথম দিনে ঈদ হবে।

ওয়েদার অবজারভেশন টিমের পযবেক্ষণে, ইদানীং দেশের অনেক এলাকায় দিনে গরম পড়লেও রাতে বেশ শীত পড়ছে।  ২৬ মার্চ রাত থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। আগামী এপ্রিল থেকে দেশে রাতে শীত পড়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এরপর এপ্রিল থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরুর কয়েকদিন পরই  তীব্র তাপপ্রবাহ বইতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে



মন্তব্য
জেলার খবর