শরণার্থীদের আশ্রয় দিচ্ছে ভারত

৩১ মার্চ ২০২১

মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়ে পরে তা প্রত্যাহার করে নিয়েছে ভারতের মনিপুর রাজ্য। সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ শরণার্থীদের ফেরত পাঠাতে কর্মকর্তাদের নির্দেশ দিলেও, মঙ্গলবার তা প্রত্যাহার করে নেয়া হয়।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটির বহু নাগরিক সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেয় ভারতের মনিপুর রাজ্যে। এরই পরিপ্রেক্ষিতে পালিয়ে আসা এসব শরণার্থীকে ফেরত পাঠানোর নির্দেশ দেয় মণিপুর রাজ্য সরকার। তবে মঙ্গলবার, রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়, সরকার সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

 


মন্তব্য
জেলার খবর