টানা ৯ দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৫


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা দিনের  ছুটি শুরু হচ্ছে আজ শুক্রবার (২৮ মার্চ() থেকে। মূলত সরকারি চাকুরেরা এ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন। গেল বৃহস্পতিবার ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এপ্রিল পর্যন্ত ছুটি কাটিয়ে মার্চ অফিসে ফিরবেন তারা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্বাহী আদেশে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়। ফলে ৯ দিনের টানা ছুটিতে পড়ে দেশ। এর মধ্যে সাপ্তাহিক বন্ধের দিনও আছে। গত ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে এপ্রিল ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে এবার ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাব ধরেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। ২১ অক্টোবর ঈদের আগে ও পরের দু’দিনসহ মোট ৫ দিনের ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগে ঈদের আগের ও পরের দিনসহ মোট ৩ দিনের ঈদের ছুটির প্রচলন ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ৩০ মার্চ (শনি রোববার) এবং ঈদের পরের দুই দিন এপ্রিল (মঙ্গলবার বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর আগে ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি।  অন্যদিকে, এপ্রিল ছুটি ঘোষণা করায় ছুটির দিন দাঁড়ায় মোট দিন। কেননা এপ্রিলের পরের দুই দিন শুক্রবার ও শনিবার ( এপ্রিল) সাপ্তাহিক বন্ধের দিন।

 

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে



মন্তব্য
জেলার খবর