আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্র্বতীকালীন সরকার ধোঁয়াশা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, একেক সময় একেক বক্তব্য দিয়ে পতিত সরকারের (আওয়ামী লীগ) মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বর্তমান সরকার।
শুক্রবার (২৮ মার্চ) রাজধানী ঢাকার নয়াপল্টনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সরকারের উদ্দেশ্য রিজভী বলেন, ডিসেম্বর না জুনে জাতীয় নির্বাচন?— এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করুন। অন্তর্র্বতী সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও তাদের প্রতি জনসমর্থন রয়েছে বলেও জানান রিজভী।
রিজভী আরও বলেন, সব আন্দোলনকারী দল তাদের ( অন্তর্বর্তীকালীন সরকার) সমর্থন দিয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্র্বতীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে