সোনার দাম বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৫

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা এসেছে। ঘোষণা অনুযায়ী সবচেয়ে ভালো মান হিসেবে ব্যবহৃত ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা  নির্ধারণ করা হয়েছে। এর আগে দেশের বাজারে সোনার  দাম এতো কখনো হয়নি।

শনিবার (২৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে। সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার (২৮ মার্চ) সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়।

নতুন দাম অনুযায়ী, সোনার বাকি ক্যারেটগুলোর মধ্যে ২১ ক্যারেট এক লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ২৯ হাজার ১৬৭ টাকা  আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে এক লাখ হাজার ৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি ভরির দাম।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত থাকছে রূপার দাম। প্রতি ভরি রুপার দাম ২২ ক্যারেট দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে এক হাজার ৫৮৬ টাকা।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর