চীনা সরকার ও কোম্পানিগুলো থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগসহ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঐতিহাসিক সফরের ফলস্বরূপ এ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৮ মার্চ) এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বাংলাদেশি কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রায় ৩০টি চীনা কোম্পানি। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করার পর এ প্রতিশ্রুতি এসেছে। ওদিকে মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার ঋণ, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তায় ১৫০ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করেছে চীন। বাকি অর্থ আসবে অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে।
প্রধান উপদেষ্টার চার দিনব্যাপী প্রথম দ্বিপাক্ষিক চীন সফরকে একটি ঐতিহাসিক সফর বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মনে করছেন প্রধান উপদেষ্টার এ সফর বাংলাদেশের প্রতি চীনা বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করতে পারে। তিনি জানান, চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কেন্দ্র বহুমুখীকরণের অংশ হিসেবে বাংলাদেশে স্থানান্তর করতে উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি । প্রধান উপদেষ্টার এ সফর চীনের অনেক কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা কেবল সময়ের ব্যাপার। এ পর্যন্ত প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/ই/এন/এমকে