গুরুদাসপুরে সহস্রাধিক গ্রামবাসীর দুর্ভোগ চরমে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫

চলাচলের একমাত্র রাস্তাটি সরকারি পুকুরে ধ্বসে পড়েছে। দুর্ভোগ লাঘবে হাড়ি-চাঁদা তুলে কোনোমতে চলালের জন্য বাঁশের সাকো তৈরী করেছে গ্রামবাসী। কিন্ত সেই সাকো দিয়ে  যান চলাচল শিশুদের যাতায়াত করতে হচেছ ঝুঁকি নিয়ে। রাস্তার অভাবে লাশ কবরে নিতে হচ্ছে কিলোমিটার পথ ঘুরে। এর বাইরে পুকুরপাড় ধ্বসে ফাটল ধরেছে গ্রামের মসজিদে, হেলে পড়েছে বৈদ্যুতিক খুটি।  এমন দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর মাঝপাড়া গ্রামের সহস্রাধিক বাসিন্দার।

এদিকে এ দুর্ভোগ-দুর্দোশার প্রতিকারের দাবিতে ভুক্তোভোগী গ্রামের শতাধিক নারী-পুরুষ পুকুর পাড়ে মানববন্ধন করেছে। গত শনিবার (২৯ মার্চ) ইফতার পুর্বমুহুর্তে মানববন্ধন হয়।

মাবনবন্ধনে গ্রামবাসীরা পক্ষে বক্তব্য দেন- মাহমুদুল হাসান,আব্দুল হালিম,সামসুল হক,ইমান আলী দুদু প্রমুখ। তারা জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওই পুকুরের আয়তন .৭৫ একর হলেও চারপাশ ভেঙ্গে বর্তমান আয়তন বেড়ে প্রায় দ্বিগুনের কাছাকাছি। এতে পুকুরগর্ভে বিলীন হয়েছে ব্যক্তিগত সম্পত্তি, বসতভিটা, রাস্তা ও গাছপালা। সরকারি পুকুর হলেও লীজ গ্রহীতা গ্রামবাসীদের গোসল, কাপড় ধোয়া এমনকি হাঁসও পানিতে নামতে দেন না। সব  মিলিয়ে ওই পুকুর এখন গ্রামবাসীর গলার কাঁটা। তারা পুকুরটির সাবেক আয়তনে ফিরিয়ে আনা,পাড় বাঁধাই, রাস্তা পুনঃনির্মানের দাবী জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, দ্রুততম সময়ে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর