ঢাকা-শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী যাত্রীবাহী বাসে সুপারভাইজার ও হেলপার সেজে ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে এক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুরের দিকে শেরপুর জেলার নকলা ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় আলমগীর হোসেন নামের বাসের চালককে আটক করেছে পুলিশ।
আহতযাত্রী হচ্ছে- শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাকিল আহমেদ (২৭)। তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
জানা গেছে, তাকিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বেশ কিছু যাত্রী নিয়ে ঝিনাইগাতীর উদ্দেশ্যে যাত্রা করে। পথে যাত্রীদের কাছে ভাড়া বা টিকেট চেক করা হয়নি। কিন্তু সুপারভাইজার ও হেলপারদের কানাকানিতে যাত্রীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। দুপুরের দিকে বাসটি নকলা উপজেলা শহর পাড় হয়ে শেরপুর ও নকলার সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় পৌঁছালে হেলপার সাজা দুই ডাকাত বাসে তান্ডব চালায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাসযাত্রীদের মধ্যে সাকিল নামে একজন ওই ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে হেলপার নামের অজ্ঞাত এক ডাকাত পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে। এ সময় যাত্রীরা চিৎকার করে বাস থামাতে বললেও চালক বাসটি না থামিয়ে দ্রুত গতিতে শেরপুরের দিকে নিয়ে যেতে থাকে। সংবাদ পেয়ে শেরপুর সদর থানার পুলিশ রাস্তায় দ্রুত চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাসটি রাস্তায় ফেলে রেখেই বাসের চালকসহ পুরো স্টাফ পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে চালককে আটক করে।
বিডি২৪অনলাইন/সাফিত হাসান/সি/এমকে