শুল্ক আরোপ ইস্যুতে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি পাঠাবে বাংলাদেশ। এর মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং অপরটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে ইউএসটিআরের কাছে পাঠানো হবে।

রোববার ( এপ্রিল) রাজধানী ঢাকায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে  এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে  সাংবাদিকদের তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে চারজন উপদেষ্টা, একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি, একজন স্পেশাল অ্যাম্বাসেডর, দশজনের মতো সচিব এবং বড় ব্যবসায়ীদের মধ্য থেকে চারজন প্রতিনিধি ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন,  চিঠিতে কী কী থাকবে, কী ধরনের ভাষা ব্যবহার করা হবে- সেটা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। তবে চিঠিতে যাই থাকুক সেটা আমাদের বিজনেসবান্ধব হবে।  বাংলাদেশের বিজনেসের স্বার্থটা দেখা হবে। বাংলাদেশের সঙ্গে কম্পিটিটিভ যেসব দেশ আছে তাদের চেয়ে আমরা আরও বিজনেসবান্ধব হবো, এই চিঠিটা যাবে।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর