পঞ্চগড়ে জমির বিরোধে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের এ ঘটনায় থানায় অভিযোগ করলেও এখনো আইনি সহায়তা পাননি ভুক্তভোগী। এ নিয়ে তার মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এদিকে তদন্ত করে বাদির অভিযোগের বিষয়ে সত্যতা না পাওয়ায় মামলা রুজু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি। আটোয়ারী উপজেলায় নলপুখুরী এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ফজলুর রহমান তার পৈত্রিক এবং ক্রয়সূত্রের ভোগদখল জমিতে বসতবাড়ী নির্মাণ করতে যায় শুক্রবার দুপুরে। এ সময় ফইম উদ্দিন,মজিবর রহমান গং বাঁশের লাঠি,ধারালো ছোড়া, লোহার রড ও দেশীয় অস্ত্রে বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে। সেই সঙ্গে ভাংচুর ও টাকা পয়সা লুটপাট করে তারা।
ওদিকে অভিযোগ অস্বীকার করে বিবাদীদের মধ্যে পয়মুল ইসলামসহ তার পরিবারের লোকজন বলেন, সরকারি রাস্তার জমিতে পাকা ঘর নির্মাণ করা হচ্ছিল। তাই আমরা বাঁধা দিয়েছি। ভাংচুরের ঘটনা তারা নিজেরাই ঘটিয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে