ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে নওগাঁর ধামইরহাটে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে নিমতলীর মোড় থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমাইতাড়া বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তাহজিবুল উম্মে বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা তানজিল আহমদের পরিচালনায় গাজাবাসীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- ধামইরহাট উপজেলা শাখা ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইসলামী ছাত্র আন্দোলনের ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মো. কাওছার হোসেন, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ শাহপুরী, ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওয়াসিফ আরাফাত প্রমুখ।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে