১০ হাজার ৪৮৭ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৫

বাড়িভাড়া এখনও চূড়ান্ত না হওয়ায় চলমান মৌসুমে ১০ হাজার ৪৮৭ জনের হজযাত্রা নিয়ে শঙ্কায় রয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ এজেন্সিগুলোকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার ( এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা . খালিদ হোসেন। উপদেষ্টা বলেন,   এপ্রিল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মক্কায় হাজার ১২৬ জন এবং মদিনায় হাজার ৬৭ জন হজযাত্রীর নুসুক মাসার প্ল্যাটফর্মে হোটেল/বাড়িভাড়ার রিকোয়েস্ট এখনও সাবমিট করা হয়নি। বেসরকারি মাধ্যমের ৮১ হাজার ৯০০ জন হজযাত্রীর মধ্যে মক্কায় ৭৪ হাজার ৬২৬ জন মদিনায় ৭৮ হাজার ৬৮৭ জনের বাড়িভাড়া নিশ্চিত হয়েছে। তবে মক্কায় হাজার ২৭৪ জন এবং মদিনায় হাজার ২১৩ জন মোট ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর বাড়িভাড়া এখনও চূড়ান্ত হয়নি। বাড়িভাড়া চুক্তি সম্পাদন করেনি এরূপ এজেন্সিগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান ‍উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।   সময়ের মধ্যেই সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। কোন এজেন্সির অবহেলা দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না।

 

বিডি২৪অনলাইন/এনএম/এমকে



মন্তব্য
জেলার খবর