ঈদের পর শ্রমিক ছাঁটাইয়ের মাধ্যমে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে পোশাক খাতে। এ ধরনের চেষ্টা হলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে বিধিবহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই করলে কারখানা মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। যারা পোশাকখাত নিয়ে চক্রান্ত করবে, তারা দেশের শত্রু বলেও জানান শ্রম সচিব।
শ্রম মন্ত্রণালয়ের সচিব বলেন, শ্রমিক ছাঁটাই করতে হলে আইন অনুযায়ী করতে হবে। শিল্প পুলিশ, স্থানীয় প্রশাসন, আর্মি এবং কলকারখানা পরিদপ্তরের স্থানীয় কার্যালয়কে অভিহিত না করে বিধিবহির্ভূতভাবে ছাঁটাই করা হলে মালিকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। এ ক্ষেত্রে ধরে নেওয়া হবে ছাঁটাই করে শ্রমিক অসন্তোষ তৈরি করে আরেকবার পানি ঘোলার চেষ্টা করছেন সংশ্লিষ্ট মালিক।
সফিকুজ্জামান আরও বলেন, দ্বিতীয়ত ছাঁটাইয়ের কারণে কোনো অভিযোগ থাকলে সরকারের দপ্তরগুলোতে জানাতে হবে। ছাঁটাইকে কেন্দ্রে করে কেউ রাস্তা দখল করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে শ্রম সচিব বলেন, অনেক শ্রমিক নেতা উসকানি দিচ্ছেন। যারা উসকানি দিচ্ছেন, তাদের খুঁজে বের করেছি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, একটি পক্ষ যারা চাচ্ছে না আমাদের কারখানাগুলো চলুক। তারা পরিকল্পিতভাবে শ্রমিকদের দিয়ে নানান রকম সমস্যা তৈরি করছে। তারা সত্যিকার অর্থে এ দেশের শত্রু। আরএমজিটা ড্যামেজ করা গেলে এ দেশের ক্ষতি করা যাবে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে