অন্তর্বর্তীকালীন সরকার গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না দেশে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকায় এসেছেন বিনিয়োগকারীরা।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্র্বতীকালীন সরকার প্রবর্তিত বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য এবং শ্রম-সম্পর্কিত সংস্কার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে। সেই সঙ্গে চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কারখানা দেশে স্থানান্তরকে সহজতর করবে।
বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগ নিবন্ধন এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের জন্য একটি হটলাইন এবং কল সেন্টার পরিষেবা প্রতিষ্ঠার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, যে কোনো বিনিয়োগকারী এ নম্বরে কল করে তাদের অভিযোগ জানাতে পারেন এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।
বিডি২৪অনলাইন/এনই/এমকে