চলতি বছর বোরো মৌসুমে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ধান কিনবে সাড়ে ৩ লাখ টন আর চাল ১৪ লাখ টন। গম কেনার লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ হয়নি। ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে চাল এবং ৩৬ টাকা কেজি দরে ধান, চাল ও গম কেনা হবে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, ধারাবাহিকভাবে বন্যা ও অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও সার, চাল আমদানি করে মোটামুটি স্থিতিশীল ছিলাম। ফলে গতবছর ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পরিপূর্ণ হয়েছে।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে ধান, চাল ৪৯ টাকা, ৩৬ টাকা দরে গম কেনা হবে। কৃষি মন্ত্রণালয়ের দেওয়া উৎপাদন খরচের সঙ্গে লাভ যুক্ত করে ধান, চালের দাম নির্ধারণ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনই/এমকে