অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৫

অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে হজ করলে সেটা কবুল হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা . খালিদ হোসেন। হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন- কোনো দুর্নীতিবাজ, লুটেরা, সুদখোর, ঘুসখোর যখন হারাম শরিফে গিয়ে বলে- আল্লাহ আমি হাজির, তখন ফেরেশতারা সমস্বরে বলতে থাকে, তোমার হাজিরা কবুল হয়নি।

বুধবার ( এপ্রিল) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে  এসব কথা বলেন। উপদেষ্টা এ সময় সবাইকে সৎ পথে অর্থ উপার্জনের আহ্বান জানান। কবুল হজের ফজিলত তুলে ধরে তিনি বলেন, কবুল হজের প্রতিদান হলো জান্নাত। হাজিদের আল্লাহ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দেন।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রশিক্ষণ মানুষকে কুশলী করে তোলে। প্রশিক্ষণের মাধ্যমেই কর্মে সিদ্ধিলাভ হয়। বেশি মনোযোগ সহকারে হজ প্রশিক্ষণ গ্রহণ করলে হজের আনুষ্ঠানিকতা পালন বেশি সহজ হবে বলেও জানান তিনি।

হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য দেন- ধর্ম সচিব কে এম আফতাব হোসেন প্রামানিক, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হজ অনুবিভাগের যুগ্ম সচিব . মঞ্জুরুল হক হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে



মন্তব্য
জেলার খবর