গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী শনিবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় গণজমায়েতের ডাক দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। এদিন সোহরাওয়ার্দী উদ্যানে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বিষয়টি জানান তিনি। মিজানুর রহমান আজহার তার পোস্টে লিখেছেন- দেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি গণজমায়েত হতে যাচ্ছে, যেখানে সব রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী ১২ এপ্রিল রোজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ।
তিনি পোস্টে আরও উল্লেখ করেন- বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এতে অংশ নেবেন।
মানবতার জন্য এদিন সোহরাওয়ার্দী উদ্যানে আসার আহ্বান জানিয়ে মিজানুর রহমান আজাহারী লিখেছেন, কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন। তারাও জানুক পবিত্র ভূমির মানুষের মর্মন্তুদ দুঃখগাথা। পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন।
বিডি২৪অনলাইন/আরডিই/এমকে