রিটার্ন না দিলে ব্যাংক হিসাব তলব হবে

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৫

রিটার্ন যারা দিচ্ছে না, তাদের নোটিশ দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে তাদের ব্যাংক হিসাব তলব করা হবে। বিষয়টি জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক মতবিনিময় সভা হয়। সেখানে বিষয়টি জানান।  অতিরিক্ত বিভাগীয় কমিশনার চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, গত অর্থবছর আয়কর রিটার্ন দাখিল করে ৪৫ লাখ করদাতা। এর মধ্যে ৩০ লাখ করদাতা শূন্য রিটার্নধারী। বাকি ১৫ লাখ কারদাতার কাছে থেকে রাজস্ব আদায় করা হয়েছে। এত কম লোক থেকে রাজস্ব আদায়ের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। ট্যাক্স বাড়াতে না পারলে দেশের উন্নয়নে অংশীদার হওয়া যাবে না।

এনবিআর জানান, এখন রাজস্ব আহরণের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এরমধ্যে কর ফাঁকির বিষয়টিকে দেওয়া হয়েছে প্রধান প্রায়োরিটি।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর