সঞ্জয়লীলার ওপর ক্ষিপ্ত দীপিকা!

৩১ মার্চ ২০২১

আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয়লীলার নতুন ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। এই ছবিটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট। এবার সুযোগ পাননি দীপিকা পাড়ুকোন। তাই সঞ্জয়লীলার ওপর রাগ করেছেন দীপিকা। 

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিটির একটি ডান্সের জন্য দীপিকাকে অফার দিয়েছিলেন সঞ্জয়লীলা। কিন্তু সে অফারে রাজি হননি দীপিকা। কারন দীপিকার পছন্দের চরিত্র ছিল 'গাঙ্গুবাই চরিত্রটি।


মন্তব্য
জেলার খবর