মন্তব্য
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নুতন দরে সব থেকে ভালো মান হিসেবে পরিচিত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে কখনো দেশের বাজারে সোনার এত দাম হয়নি।
রোববার (১৩ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে। শনিবার (১২ এপ্রিল) দাম বাড়ানোর ঘোষণা দেয় সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দরে, প্রতি ভরি সোনা ২১ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে