গুরুদাসপুরে আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫

নাটোরের গুরুদাসপুরে .লীগ বিএনপির সংঘর্ষে জন আহতের ঘটনায় বিক্ষোভ  মিছিল পথসভা করেছে বিএনপি তার সহযোগী সংগঠন। সভা থেকে  এ ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ৭২ ঘন্টা সময় বেঁধে  দিয়েছেন  বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসুচীর হুশিয়ারিও দেন তারা।

শনিবার (১২ এপ্রিল) বিকালে মশিন্দা নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে  রানীগ্রাম বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল শেষে পথসভা হয়।

এর আগে মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম মধ্যপাড়ায় শুক্রবার .লীগ বিএনপির সংঘর্ষে জন আহত হয়। এ ঘটনায় গুরুদাসপুর থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়।

ওদিকে পথসভায় বক্তব্য দেন- ছাত্রদল নেতা শাকিল হোসেন, রাকিব হোসেন,তাহসিন রহমান মিহাল,উপজেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজন,মশিন্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক পারভেজ পলাশ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাঙা মোল্লা, আহবায়ক শামীম আহম্মেদ,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,উপজেলা ওলামা দলের সাধারণ সম্পদক আবুল কালাম আজাদ,আব্দুল মান্নান মাষ্টার সবুজ বিশ্বাস লালন প্রমুখ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার হোসেন বলেন, আগামী গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর