চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতালটি পঞ্চগড়ে চায় এলাকাবাসী

পঞ্চগড় প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫

চীনের অর্থায়নে এক হাজার শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ হাসপাতালটি নিজেদের জেলায় স্থাপন চায় পঞ্চগড়বাসী। এ জন্য সোমবার (১৪ এপ্রিল) বিকালে পঞ্চগড়বাসীর ব্যানারে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল,জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)' পঞ্চগড় আঞ্চলিক শাখার সভাপতি এ্যাড. একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, ইসলামি আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই,সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাড. আহসান হাবিব প্রমুখ বক্তব্য দেন।

বক্তরা বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর নীলফামারীতে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এইজেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি। কিন্তু পঞ্চগড় থেকে জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। মাঝপথে অনেক সময় মৃত্যু ঘটে। আমরা আর কারো এমন মৃত্যু চাই না। আমাদের নাগরিক দাবি- মানসম্মত চিকিৎসা চাই। চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতাল পঞ্চগড়ে করতে হবে। তাহলে ভূটান, নেপাল চীনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে। চিকিৎসা সেবা নিতে আসবে। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবো।

তারা আরও বলেন, ২০২৩ সালের এপ্রিল চীনের সহযোগিতায় এক হাজার শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর করেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। কিন্তু পাশের দেশের আপত্তিতে কাজ বন্ধ হয়ে যায়। পঞ্চগড়ে শুধু ১২ একর জমি নয়, শত একর নির্ভেজাল জমি আছে। যদি হাসপাতালটি পঞ্চগড়ে করা না হয় তাহলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

 

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর