রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৩৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৫

ধারাবাহিকভাবে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৯ বিলিয়ন বা হাজার ৬৩৯ কোটি ডলারে। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণপ্রাপ্তির শর্তপূরণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে। তবে  জুনের মধ্যে সংস্থাটির শর্ত পূরণ সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম- অনুযায়ী এখন রিজার্ভের পরিমাণ  ২১ দশমিক ১১ বিলিয়ন ডলার বা হাজার ১১১ কোটি ৪৪ লাখ ডলার। এর আগে গত ১০ এপ্রিল পর্যন্ত  রিজার্ভ ছিল ২৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতিতে (বিপিএম-) রিজার্ভ ছিল ২০ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বর্তমানে রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আইএমএফের ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল জুনের মধ্যে নিট রিজার্ভ  কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। সংস্থাটির শর্তানুযায়ী, জুনে নিট রিজার্ভ-এনআইর ১৭ বিলিয়নের কিছুটা বেশি থাকতে হবে, এখন নিট রিজার্ভ  রয়েছে ১৬ বিলিয়ন ডলারের।

গত এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম- অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। গত ২৭ মার্চ পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন। সে হিসাবে ধারাবাহিকভাবে বাড়ছে রিজার্ভ। এদিকে গত মার্চে  দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, পরিমাণে ৩২৯ কোটি মার্কিন ডলার।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর