বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার শুরু

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৫

দেশে প্রথমবারের মতো ‘.বাংলা ডোমেইনে -মেইল ব্যবহার চালু হয়েছে। এতে এখন থেকে -মেইল ঠিকানায় ইংরেজির পাশাপাশি বাংলাও ব্যবহার করা যাবে। এটা ডিজিটাল অন্তর্ভুক্তি মাতৃভাষার ডিজিটাল ব্যবহারকে  সম্প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ‘বিটিআরসি.বাংলা ডোমেইনে কমিশনের ওয়েবসাইট -মেইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

এ উপলক্ষ্যে অনুষ্ঠানে মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, বিশ্বে মাত্র ১৬ শতাংশ মানুষ কথা বলেন ইংরেজি ভাষায়। অথচ ৪৯ দশমিক শতাংশ ইন্টারনেট কনটেন্টই ইংরেজিতে। ফলে বাংলা ভাষাভাষীদের জন্য নিজ ভাষায় ডিজিটাল সুবিধা নিশ্চিত করা জরুরি। ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো হলে সেটা দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রযুক্তিগত উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।

কারিগরি দিক সম্ভাবনার কথা উল্লেখ করে বিটিআরসির উপপরিচালক . শামসুজ্জোহা জানান, আগামী বছর থেকে নতুন করে টপ লেভেল ডোমেইন বরাদ্দ শুরু হবে। এতে দেশের উদ্যোক্তারা বড় ধরনের সুযোগ পাবেন।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর