দেশে প্রথমবারের মতো ‘.বাংলা’ ডোমেইনে ই-মেইল ব্যবহার চালু হয়েছে। এতে এখন থেকে ই-মেইল ঠিকানায় ইংরেজির পাশাপাশি বাংলাও ব্যবহার করা যাবে। এটা ডিজিটাল অন্তর্ভুক্তি ও মাতৃভাষার ডিজিটাল ব্যবহারকে সম্প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ‘বিটিআরসি.বাংলা’ ডোমেইনে কমিশনের ওয়েবসাইট ও ই-মেইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
এ উপলক্ষ্যে অনুষ্ঠানে মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, বিশ্বে মাত্র ১৬ শতাংশ মানুষ কথা বলেন ইংরেজি ভাষায়। অথচ ৪৯ দশমিক ২ শতাংশ ইন্টারনেট কনটেন্টই ইংরেজিতে। ফলে বাংলা ভাষাভাষীদের জন্য নিজ ভাষায় ডিজিটাল সুবিধা নিশ্চিত করা জরুরি। ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো হলে সেটা দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।
কারিগরি দিক ও সম্ভাবনার কথা উল্লেখ করে বিটিআরসির উপপরিচালক ড. শামসুজ্জোহা জানান, আগামী বছর থেকে নতুন করে টপ লেভেল ডোমেইন বরাদ্দ শুরু হবে। এতে দেশের উদ্যোক্তারা বড় ধরনের সুযোগ পাবেন।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে