২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ করবে বাংলাদেশ। এ কারণে বড় ধরনের কোনো সমস্যা হবে না। বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. আনিসুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানী ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, করোনা না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটতো বাংলাদেশের। এলডিসি উত্তরণে কোনো বাধা নেই, নীতিমালার মধ্যে কাজ হবে। এ সংক্রান্ত সম্ভাব্য সমস্যার প্রস্তুতি ও সমাধান করা হবে।
তিনি আরও বলেন, যে সমস্ত সুযোগ পাওয়া যাচ্ছে তার মধ্যে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধাসহ অনেক কিছুই বন্ধ হবে না। অনেক দেশেই নানা ধরনের সুবিধা অফার করছে। তাই এলডিসি উত্তরণে বাঁধা নেই। ভিক্ষার মেন্টালিটি থেকে বের হতে হবে মন্তব্য করে তিনি জানান, আমরা এখন আর বিশ্ব-দরবারে চাইব না বরং দেব।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজে সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন বলেও জানান বিশেষ দূত। বলেন, এলডিসি থেকে উত্তরণে সব সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের সার্চ কমিটি গঠিত হবে। কমিটিতে সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত থাকবে।
বিডি২৪অনলাইন/এনই/এমকে