ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ৫'শ গ্রাম চাল ওজনে কম পাচ্ছেন খাদ্য বান্ধব কর্মসূচীর সুবিধাভোগীরা। ১৫ টাকা দরে ৩০ কেজি চালে ৫'শ গ্রাম চাল ওজনে কম দেওয়া হচ্ছে তাদের। এনিয়ে সুবিধাভোগীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বুধবার সরেজমিনে সুবিধাভোগীদের চাল ডিজিটাল ওজন মাপার মেশিনে ওজন করে সত্যতাও মিলেছে। ভানোর ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে যাচ্ছিলেন বোয়ালধার গ্রামের খালেদা বেগম ও আনোয়ারা বেগম। তাদের দুজনের চাল ওজন করে দেখা গেছে- ৩০ কেজি চালের বিপরীতে খালেদা বেগমকে ৪৬০ গ্রাম ও আনোয়ার বেগমকে ৫১০ গ্রাম চাল কম দেওয়া হয়েছে। এর বাইরে ও আরো ১০ জনের চাল ওজন করে দেখা গেছে ৫'শ গ্রাম করে কম পাওয়া গেছে।
ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চাল বিতরণে দায়িত্বে থাকা কর্মচারী প্রভাত জানান, আমাকে ৫০০ গ্রাম চাল কম দিতে অফিস থেকে বলা হয়েছে। এ জন্য কম দিচ্ছি।
ভানোর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব হাবিবুল্লাহ জানান, ৫০ কেজির চালের বস্তা খাদ্য গুদাম থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে। খুলে বিতরণের সময় কিছু নষ্ট হবে- এমন আশংকায় কিছু চাল ওজনে কম দেওয়ার নির্দেশ উপরের। তাহলে ৫০০ গ্রাম চাল কম কেন? এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি সচিব।
উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক কামরুল হাসান বাংলাদেশ২৪'অনলাইনকে জানান, চাল ওজনে কম দেওয়ার সুযোগ নেই। আমরা ডিও অনুযায়ী চাল সম্পুর্ণ বুঝে দিয়েছি। খুলে বিতরণ করলেও সর্বোচ্চ ১০ থেকে ২০ গ্রামের বেশি হওয়ার কথা না।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী (ইউএনও) পলাশ কুমার দেবনাথ জানান, চাল বিতরণে অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ভানোর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ হাজার ১'শ জন সুবিধাভোগী রয়েছে। তাদেরকে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে