নওগাঁর ধামইরহাটে প্রান্তিক পর্যায়ের তালিকাভুক্ত ৩ হাজার ১০০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকে ৩ হাজার কৃষককে মাথাপিছু ৫ কেজি করে আউস ধানের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। ২০ জন কৃষককে মাথাপিছু ১ কেজি করে তিল বীজের সঙ্গে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সারসহ ৯০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে পাট বীজের সঙ্গে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজার রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর রাব্বী প্রমুখ।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে