মন্তব্য
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বলেছেন, তাই যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানী ঢাকার বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। দলটির নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনই/এমকে