দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে বেড়েছে ২০ টাকার মতো। সপ্তাহের তফাতে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি ১৪ টাকা। চালের দামও বেশ আগে থেকেই চড়া রয়েছে। বাজারে এখন এ রকম বেশকিছু পণ্যের দাম অস্বস্তিদায়ক, বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য। কয়েকটি পণ্যের দাম বাড়তি থাকায় হুট করে সংসার খরচ বেড়েছে তাদের।
বাজারে ক্রেতা-বিক্রেতা থেকে প্রাপ্ত তথ্য বলছে, ঈদের পর প্রায় প্রতিদিন পাইকারি বাজারে পেঁয়াজের দাম একটু একটু করে বাড়ছে। এভাবে গত দুই সপ্তাহে প্রতিকেজিতে ২০ টাকা বেড়েছে দাম। এখন পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকায়। ওদিকে গত মঙ্গলবার বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বেড়েছে। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ১৮৯ টাকা, পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে ৯২২ টাকা খরচ হচ্ছে। খোলা সয়াবিন ও পাম তেল কিনতে খরচ হচ্ছে প্রতি লিটার ১৬৯ টাকা।
বিক্রেতারা জানিয়েছেন, এবার মৌসুমে পেঁয়াজের দাম বেশ কম ছিল, বিশেষ করে রোজার মধ্যে দাম অন্যান্যবারের তুলনায় কম ছিল অনেক। ফলন ভালো হওয়ায় দেশি পেঁয়াজের কেজি সর্বনিম্ন ২০-৩০ টাকায় নেমেছিল। এরপর কিছুটা বেড়ে ঈদের পর ৪৫-৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন দর উঠেছে ৬০-৬৫ টাকায়।
এদিকে ঈদের আগে উত্তাপ ছড়ালেও মুরগির বাজারে অনেকটা স্বস্তি ফিরেছে। সবজির বাজারও গত সপ্তাহের তুলনায় কমতির দিকে। ডিমও পাওয়া যাচ্ছে আগের মতো কম দামে।
বিডি২৪অনলাইন/এনই/এমকে