জাতীয় নির্বাচনের আগে খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া পেশিশক্তির নির্বাচন দেশবাসী মেনে নেবে না।
শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামীর জনসভায় এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা নির্বাচন চাই।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিষ্টের বিদায়ের পর ১৫ দিন মসজিদ, মন্দির ও গির্জা-মঠ পাহারা দিয়েছি আমরা। আমরা এমন রাষ্ট্র কায়েম করতে চাই- যেখানে কোনো প্রতিষ্ঠান পাহারা দিতে না হয়। কেবল সংখ্যালঘু নয়, সবাইকে নিরাপত্তা দেওয়া হবে। আমরা ওয়ারেন্টি দিচ্ছি- দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে।
আমরা আল্লাহকে ভয় করি উল্লেখ করে জামায়াতের আমির বলেন- যারা আল্লাহকে ভয় করে, তারা কখনোই অন্যের সম্পদ, সম্মান ও ইজ্জত নষ্ট করে না। সৎ লোকের শাসন ও কোরআনের শাসনে বাংলাদেশকে বদলে দিতে চাই আমরা। এতে আপনাদের পাশে চাই, আপনাদের বুকে একটু ঠাঁই চাই।
ফ্যাসিবাদীদের পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি বলে জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখনও সড়ক কারখানাসহ সর্বত্র চাঁদাবাজ আর দখলবাজদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এসব চাঁদাবাজের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। এটাকে সাধুবাদ জানাই আমরা।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে