দল নিবন্ধনের সময় দুই মাস বাড়িয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫

প্রায় ২০টি নতুন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দলের নিবন্ধনের আবেদনের সময় বাড়িয়ে আগামী ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২০ এপ্রিল) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২০ এপ্রিল নতুন দলের নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা  ছিল।

সচিব বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। জানা যায়, নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে

 



মন্তব্য
জেলার খবর