চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। সে হিসাবে প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার সমান ১২২ টাকা ধরে হিসাব করলে টাকার অঙ্ক দাঁড়ায় ২০ হাজার ৯৮৪ কোটি টাকা।
রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। শেখ হাসিনার সরকার পতনের পর বেশ কয়েক মাস ধরে ইতিবাচক ধারায় রয়েছে রেমিট্যান্স। সবশেষ মার্চে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার আসে দেশে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, এপ্রিলের প্রথম ১৯ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ডলারের বেশি, বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রায় ৯৯ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ লাখ ২০ হাজার ডলার এসেছে।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে