দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতা ও পতিত সরকারের মন্ত্রীদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের বাংলাদেশের প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা অন্তর্বর্তীকালীন এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব।
সোমবার (২১ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে- তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকের প্রত্যাবাসন চাইব আমরা।
পলাতক নেতাদের দুর্নীতিবাজ অভিহিত করেপ্রেস সচিব বলেন, তারা দেশের মানুষের টাকা চুরি করে বাইরে নিয়ে মোজ-পূর্তি করছে। তাদের ফেরানো অবশ্যই নৈতিক দায়িত্ব আমাদের। এটা আমরা করব।
বিডি২৪অনলাইন/এনই/এমকে