কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় রবিন মিয়া (৩৮) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানা–পুলিশ তাঁকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার রাতে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে রবিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। রবিন সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর গ্রামের রজব আলীর ছেলে। তিনি লতিবাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।
রোববার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও শেয়ার করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর মিছিলে কারা ছিলেন, সেটা নিয়ে পুলিশ তদন্তে নামে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আওয়ামী লীগের ব্যানারে কয়েকজন মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেন। মিছিলে রবিন মিয়াও ছিলেন। এ ছাড়া গত বছরের ৪ আগস্ট কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় রবিন সন্দেহভাজন আসামি।
বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে